Thursday, March 17, 2011

মাইক্রো কাব্য - ৪

কবি ও কবিতা
--------------- রেদওয়ান রহমান

নজরুল নাকি স্কুল পালাতো
কবি হতে পেরেছিল তাই।
স্কুল আমি পালাইনি, তবু
কবিতা লিখতে চাই।

কবিতার আমি 'ক' ও জানিনা
তবু কবিতা লিখে যাই।
অন্য কারও না ভাল লাগুক
নিজে তো মজা পাই।

রবীন্দ্রনাথের কবিতা নাকি
পড়ত লোক শত শত।
আজ আর অত পাঠক নেই
বই বের হয় যত।

কবিতার আজ বাজার খারাপ
পাঠক তেমন নাই।
জোর করে কবিতা পড়াই
মাফ করে দিও ভাই।

 [রচনার সময়কালঃ ১৬ই ফেব্রুয়ারী, ২০১১]

No comments:

Post a Comment