Monday, June 20, 2011

মাইক্রো কাব্য - ১১

কবে হবে দেখা
------------- রেদওয়ান রহমান

কিছুক্ষণের জন্য দেখেছিলাম,
হয়নি তেমন কোন কথা।
শুধু কিছু হাসি আর কিছু কথা...
সেই ছিল আমাদের শেষ দেখা।

এরপরে কত কাছে আসা হল
হয়ে গেল কত কবিতা লেখা।
অথচ তোমাকে ছোঁয়া হয়নি
হয়নি তোমার সাথে আর দেখা।

সারাদিল ক্ষুদে বার্তা বিনিময়,
আর তাতে থাকে কত আকুলতা।
রাত জেগে যখন কথা হয়, তখন...
তুমি বল, "হবে কি আবার দেখা?"

তোমাকে এতটা ভালোবাসি,
তবু রয়ে গেল একটা অপূর্ণতা।
তোমার চোখে চোখ রাখা হয়নি...
তাই ভাবি, আবার কবে হবে দেখা !!


রচনা কালঃ ২০শে জুন, ২০১১

Tuesday, June 7, 2011

মাইক্রো কাব্য - ১০

সাধ্যহীন সাধ
------------------- রেদওয়ান রহমান

তুমি ভরা পূর্ণিমার চাঁদ
আকাশের উজ্জ্বল তারা।
তোমাকে কাছে পাই না
তাই আমি দিশেহারা।

তোমাকে ছোঁয়া যায় না
যায় না তোমাকে ধরা।
এত ভালোবাসি তবু
তুমি রয়ে গেলে অধরা।

ছোট্ট দ্বীপে কঠিন যেমন
সুবিশাল রাজপ্রাসাদ গড়া
স্রোতস্বিনীর মত তেমনি
যায় না তোমাকে বেঁধে রাখা।

তুমি আমার ভরা পূর্ণিমার চাঁদ,
তুমি স্রোতস্বিনীতে দেয়া বাঁধ।
তুমি ছোট্ট দ্বীপে সুবিশাল রাজপ্রাসাদ,
তুমি আমার সাধ্যের বাইরের সাধ।


রচনাকালঃ ২৭শে মে, ২০১১