Sunday, May 22, 2011

মাইক্রো কাব্য - ৯

ভুলে যাওয়া ও ভুলে থাকা
----------রেদওয়ান রহমান

তুমি শুধু তুমি ছিলে
আমার বুক জুড়ে।
জানিনা কেন তুমি
আমাকে দূরে ঠেলে দিলে।

ভেবনা তোমার জন্য
আমি লিখি কবিতা।
মন থেকে মুছে ফেলেছি
ভুলে গেছি তোমার ছবিটা ।

ভুলে গেছি কেমন ছিল
দেখতে তোমার মুখ,
ভুলে গেছি সেদিনই
যেদি ভেঙেছ আমার বুক।

সুখ সুখ করে তুমি
ছুটেছ সুখের পিছে।
আমাকে ভুলে গিয়ে তুমি
আছ কি খুব সুখে ?

রচনা কালঃ  ১৯শে ফেব্রুয়ারী, ২০১১ 

Monday, May 2, 2011

মাইক্রো কাব্য - ৮

তুমি
----------রেদওয়ান রহমান

যখন তোমার কাছে থাকি, তুমি ঠেলে দাও দূরে
তোমার পিছে চলি তবুও তুমি তাকাও না ফিরে।
ডাকলে সারা দাও না, চলে যাও কথা না বলে,
আমি যত কাছে আসি,তুমি তত দূরে যাও চলে।

দূরে যখন যাই, শুধুই তোমার কথা ভাবি।
মন থাকে তোমার কাছে, আমি যেখানেই থাকি।
আমার মনকে তুমি ভরে রাখ ভালোবাসায়,
দূরে দূরে থেকেও তুমি কাছে টান আমায়।

চলতে ফিরতে আমি হঠাৎ থেমে যাই
যেখানে তাকাই, শুধু তোমাকে দেখতে পাই।
আমার মন জুড়ে তোমার ভাবনা, চোখে তোমার ছবি
সারাক্ষণ আমি শুধু তোমাকেই খুঁজে মরি।

সারাদিন সারাক্ষণ তুমি থাক আমার মনে,
দূরে যাও বা কাছে আস, তুমি থাক আমার পাশে।
তুমি আমার কাছের মানুষ, তুমিই সবচেয়ে দূরের
তোমায় নিয়ে গান বেঁধেছি, হাজার রকম সুরের।


রচনা কালঃ ২২শে এপ্রিল, ২০১১