Tuesday, March 29, 2011

মাইক্রো কাব্য - ৭

কবিতা
-----------------রেদওয়ান রহমান


কবিতা আজ আর আসছে না,
     কবিতার সাথে আড়ি।
কবিতা, তুমি কোথায় থাক ?
    কোথায় তোমার বাড়ী ?

কবিতা, তুমি আসবে কবে ?
    কবে হবে তোমার সাথে দেখা ?
কবিতা, শুধু তোমার জন্যই
     আমার কবিতা লেখা।

কবিতা, তুমি কখন আসবে ?
    বলব মনের অনেক কথা।
কবিতা, তুমি কথা শুনবে তো ?
   নাকি বাড়াবে মনের ব্যাথা ?

কবিতা, তুমি কেন আসছ না?
      কোথায় তুমি আছ ?
কবিতা, তোমাকে ভালোবাসি
     তুমি কি আমাকে বাস ?


২৯শে মার্চ, ২০১১

Thursday, March 17, 2011

মাইক্রো কাব্য - ৬

কোন এক দুপুরে
---------------- রেদওয়ান রহমান


কোন এক ছুটির দিনে, মন ছিল না আমার মাঝে...
ক্লান্ত দুপুর বেলাতে হাঁটছিলাম আমি নিজের মনে।
শহর ছেড়ে গ্রামে ঢুকেছি, বুঝতে পারিনি কখন
পথ চলতে চলতে আমি পরিশ্রান্ত হয়েছি ভীষণ।

ক্লান্ত আমি বিশ্রাম নেই গাছের ছায়ায় বসে,
হঠাৎ দেখি কে যেন পাশে বসে আছে।
মুখ দেখে চমকে উঠি, মনে মনে ভাবি
"খুব চেনা এ মুখ, আমি অনেকদিন ধরে জানি"।

এ তো আমার বন্ধুর মুখ, মুখে সেই সরল হাসি...
মনে করতে পারি না আমি শেষবার কবে দেখেছি।
আমার প্রানের বন্ধু, তুই দূরে গিয়েছিস চলে...
ভুলে গেছিস আমরা দুজন ছিলাম একসাথে।

হঠাৎ জেগে উঠি, দেখি কেউ নেই পাশে,
নির্জন চারপাশ, একা আমি আছি বসে।
ভুলে যাইনি, বন্ধু, তোকে আজও মনে পড়ে...
হয়ত সব সময় না, কোন এক অলস দুপুরে।

[ রচনার সময়কালঃ ১০ই মার্চ, ২০১১]

মাইক্রো কাব্য - ৫

কংক্রিটের পৃথিবী
---------------- রেদওয়ান রহমান


সকালে ঘর থেকে বের হই আর ফিরি সন্ধ্যা বেলা।
সারাদিন ধরে খেলি আমি ব্যস্ত থাকার খেলা।
ক্লান্ত আমি ভাবতে বসি, ঘুমাতে যাওয়ার আগে,
সব কিছুই আছে তবু কি যেন নেই নেই লাগে।

বিচিত্র এক শহরে থাকি, যেখানে নেই ছোট নদীর বাঁক।
বুনো কোন পাখী নেই, আকাশে উড়ে শুধু কালো কাক।
এ শহরে সবুজ দেখতে যেতে হয় অনেক দূর,
এখানে শোনা যায় না বাউলের একতারার সুর।

সারি সারি অট্টালিকা, প্রান নেই তাতে কোন।
যাদের জন্য এতকিছু, তারাও বেঁচে নেই যেন।
একসময় সবই ছিল, ছোট্ট সবুজ এক গ্রামে...
জীবন একটু কঠিন ছিল ঠিকই, শান্তি ছিল মনে।

জীবনকে সহজ করতে গিয়ে জটিল করেছি আরও
ছোট্ট সবুজ গ্রামকে আমি বানিয়েছি শহর বড়।
আজ আর কোথাও নেই সেই ছোট্ট গ্রামের ছবি,
সবকিছু শেষে আছে শুধু আমার কংক্রিটের পৃথিবী।


[ লেখার সময়কালঃ  রাত ২:৩০, ২৮শে ফেব্রুয়ারী, ২০১১]

মাইক্রো কাব্য - ৪

কবি ও কবিতা
--------------- রেদওয়ান রহমান

নজরুল নাকি স্কুল পালাতো
কবি হতে পেরেছিল তাই।
স্কুল আমি পালাইনি, তবু
কবিতা লিখতে চাই।

কবিতার আমি 'ক' ও জানিনা
তবু কবিতা লিখে যাই।
অন্য কারও না ভাল লাগুক
নিজে তো মজা পাই।

রবীন্দ্রনাথের কবিতা নাকি
পড়ত লোক শত শত।
আজ আর অত পাঠক নেই
বই বের হয় যত।

কবিতার আজ বাজার খারাপ
পাঠক তেমন নাই।
জোর করে কবিতা পড়াই
মাফ করে দিও ভাই।

 [রচনার সময়কালঃ ১৬ই ফেব্রুয়ারী, ২০১১]

মাইক্রো কাব্য - ৩

সাজিদের ট্রিট !
----------- রেদওয়ান রহমান

TA এর ইন্টারভিউ হবে
        প্রস্তুত আমি, সাজিদ আর তিহান।
পরে সাজিদ, তিহান TA হইলেও
        হইল না রেদওয়ান।

ইন্টারভিউতে সাজিদের কথা শুনে
        ওবায়েদ স্যার ভাবে, "পেয়েছি!
এতদিন ও কোথায় ছিল?
        ওর মত TA ই তো আমি খুঁজেছি।"

TA হওয়ার পর কথা ছিল
         সাজিদ সবাই কে ট্রিত দিবে,
মোবাশ্বরা পণ করিল
         ট্রিট ও আদায় করেই নিবে।

সাজিদ ট্রিট দিয়া
         বাঁচাইছে নিজের প্রান।
এবার তোমার পালা
        রেডি থাকো তিহান !


[ রচনার সময়কালঃ ১৫ই, ফেব্রুয়ারী, ২০১১]

note: written to thank Sazid for his treat! :D

মাইক্রো কাব্য - ২

ভূত দেখা
------------ রেদওয়ান রহমান

ঘুমাচ্ছিলাম দুপুর বেলা
       হঠাৎ চারদিকে শোরগোল,
ঘুম ভেঙ্গে তাকিয়ে থাকি
       কিসের এত গণ্ডগোল।

চারদিকে চেঁচামেচি
       ছুটছে লোক সব
হঠাৎ করেই শুনতে পেলাম
       "ভূত...ভূত" রব।

তোমার কাছে ছুটে গেলাম
        শুনতে ভুতের কাহিনী
সব কিছু বুঝে গেলাম
        দেখে তোমার চাহনি।

যা দেখে ভূত ভেবেছ
       সেটি ভূত ছিল না
আয়নার সামনে দাড়িয়ে ছিলে
       মনে পড়ে না ?


[রচনা কালঃ ১৪ই ফেব্রুয়ারী, ২০১১]

this poem is not intended to insult anyone. It's for fun only. Trying to find resemblance with anyone is strongly discouraged . If you do, do it at your own risk.
---- Redwan

মাইক্রো কাব্য - ১

মহা প্রেমানু কাব্য
        ------------রেদওয়ান রহমান


আনেক আগে, সেই কবে
    হয়েছিল আমাদের দেখা।
একা তুমি বসে ছিলে
    আমিও ছিলাম একা।

যখন তখন কথা বলা
     তার আগে কাছে আসা।
 বুঝতে পারিনি কখন যেন
     পাল্টে গেল মনের ভাষা...

কথার পিঠে কথা আসে
    নতুন কথা জমায়...
বলতে গিয়েও বলা হল না
     "ভালবাসি তোমায়......"

বলি বলি করে তবু
     বলা হয়নি মনের কথা
এই ভ্যালেন্টাইনেও বলবো না আমি
     হোক না যত মনে ব্যাথা।


 [রচনা কালঃ ১৪ই ফেব্রুয়ারী, ২০১১]