Tuesday, November 15, 2011

মাইক্রো কাব্য - ১৫

ভালোবাসি বলে
-----------------------------

সব অভিযোগ মাথা পেতে নেব
দেখাব না তোমাকে কোন অজুহাত,
তোমার সব নালিশ শুনব
হাতে রেখে তোমার হাত।

আজ আর কোন ব্যাখ্যা দেব না
ভাঙ্গাতে যাব না তোমার ভুল,
শুধু তোমার পাশে বসে
এলোমেলো করে দেব তোমার চুল।

আজ কিছু বলব না তোমাকে
ছেড়ে দিলাম সব তোমার হাতে,
নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে
হাজির হলাম তোমার আদালতে।

তোমার আদালতে তুমি সর্বময়
দিতে পার আমাকে ফাঁসি,
হাসিমুখে তাও মাথা পেতে নেব
শুধু বলব "তোমাকে ভালোবাসি"।


রেদওয়ান রহমান
১৫ই নভেম্বর, ২০১১

Monday, October 31, 2011

মাইক্রো কাব্য - ১৪

সংগ্রামী ভালবাসা
------------------------------

লোকে বলেছিল প্রেমে পড়ো না, ওসব ভাল না
ভাল মন্দ বুঝার আগেই তোমার প্রেমে হয়েছি অধীর।
আমি শুনিনি কারও কথা তাই, শুনিনি কোন মানা
সবার কথা অমান্য করেছি, আমি নিজেকে বানিয়েছি বধির।

সবাই বলেছে, "ভবিষ্যতেকে ঠিক কর, ভাব নিজের কথা"
না হলে জীবন শুধুই খেটে যাবে, পাবে অনেক কষ্ট।
কারও কথার ধার ধারিনি আমি, ভুলেছি অমৃত গাঁথা
তোমাকে ভালবেসে নিজেকে করেছি নিজেকে নষ্ট।

বলেছিল বড়রা পড়াশুনা কর, চেষ্টা কর মন দিয়ে,
নাহলে কোন লাভ হবে না, উন্নতির সব পথ বন্ধ।
সবকিছু আমি ভুলে গেছি তোমাকে পেয়ে,
তোমার প্রেমে পড়েছি আমি, হয়েছি আমি অন্ধ।

অবুঝ আমি, আমায় নিয়ে ভাবনা তাদের কত
বলেছে আমাকে, আমি নাকি বুঝব কিছুদিন পরে।
সব কিছুই দেখছি আমি, ভাবছি আমার মত
জীবন যুদ্ধ জিতব আমি, তোমাকে সঙ্গে করে।


রেদওয়ান
৩১-১০-২০১১

Saturday, October 15, 2011

মাইক্রো কাব্য - ১৩

তন্দ্রা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ
----------------------------

আমি আজ সারাদিন ঘুমাব,
কার কোন বাধা মানব না আমি।
বিছানা আমাকে কাছে ডাকছে
আমার দুচোখে ঘুম আসছে নামি।

আজ আমি স্বপ্ন দেখব
ঘুম ভাঙ্গিয়ও না আমার।
আমাকে স্বপ্ন দেখতে দাও
না পাওয়াকে কাছে পাওয়ার।

আমি জেগে উঠতে চাই
দুঃস্বপ্ন আমি আর দেখব না
না পাওয়াকে পাওয়ার লোভে
পাওয়াটুকু হারাব না।


না পাওয়াকে পাওয়ার জন্য
করিনি কোন কষ্ট।
পাওয়া আর না পাওয়ার হিসেবে
অযথাই সময় নষ্ট।

রেদওয়ান
১৫-১০-২০১১

Wednesday, October 12, 2011

মাইক্রো কাব্য - ১২

ভালবাসি তোমাকে
--------------------------

ভালবাসতে পারব কাউকে
কখনও ভাবি নি আমি
পাথরের এই হৃদয়টাকে
ভালবাসতে শেখালে তুমি।

ভাবি নি কেউ কখনও
হৃদয়ের এত কাছে আসবে,
আমাকে আপন করে
শুধু আমাকেই ভালবাসবে।

ভালবাসি আমি তোমাকে
মন প্রান উজাড় করে,
আমার ভালোবাসা দিয়ে আমি
তোমাকে রাখব ঘিরে।

ভবিষ্যতের কথা জানি না আমি
জানি না তুমি কি আমার হাবে
শুধু একটা জিনিস জানি আমি
আমার বুকে তুমি অনন্তকাল রবে।


রেদওয়ান
১২-১০-২০১১

Monday, June 20, 2011

মাইক্রো কাব্য - ১১

কবে হবে দেখা
------------- রেদওয়ান রহমান

কিছুক্ষণের জন্য দেখেছিলাম,
হয়নি তেমন কোন কথা।
শুধু কিছু হাসি আর কিছু কথা...
সেই ছিল আমাদের শেষ দেখা।

এরপরে কত কাছে আসা হল
হয়ে গেল কত কবিতা লেখা।
অথচ তোমাকে ছোঁয়া হয়নি
হয়নি তোমার সাথে আর দেখা।

সারাদিল ক্ষুদে বার্তা বিনিময়,
আর তাতে থাকে কত আকুলতা।
রাত জেগে যখন কথা হয়, তখন...
তুমি বল, "হবে কি আবার দেখা?"

তোমাকে এতটা ভালোবাসি,
তবু রয়ে গেল একটা অপূর্ণতা।
তোমার চোখে চোখ রাখা হয়নি...
তাই ভাবি, আবার কবে হবে দেখা !!


রচনা কালঃ ২০শে জুন, ২০১১

Tuesday, June 7, 2011

মাইক্রো কাব্য - ১০

সাধ্যহীন সাধ
------------------- রেদওয়ান রহমান

তুমি ভরা পূর্ণিমার চাঁদ
আকাশের উজ্জ্বল তারা।
তোমাকে কাছে পাই না
তাই আমি দিশেহারা।

তোমাকে ছোঁয়া যায় না
যায় না তোমাকে ধরা।
এত ভালোবাসি তবু
তুমি রয়ে গেলে অধরা।

ছোট্ট দ্বীপে কঠিন যেমন
সুবিশাল রাজপ্রাসাদ গড়া
স্রোতস্বিনীর মত তেমনি
যায় না তোমাকে বেঁধে রাখা।

তুমি আমার ভরা পূর্ণিমার চাঁদ,
তুমি স্রোতস্বিনীতে দেয়া বাঁধ।
তুমি ছোট্ট দ্বীপে সুবিশাল রাজপ্রাসাদ,
তুমি আমার সাধ্যের বাইরের সাধ।


রচনাকালঃ ২৭শে মে, ২০১১

Sunday, May 22, 2011

মাইক্রো কাব্য - ৯

ভুলে যাওয়া ও ভুলে থাকা
----------রেদওয়ান রহমান

তুমি শুধু তুমি ছিলে
আমার বুক জুড়ে।
জানিনা কেন তুমি
আমাকে দূরে ঠেলে দিলে।

ভেবনা তোমার জন্য
আমি লিখি কবিতা।
মন থেকে মুছে ফেলেছি
ভুলে গেছি তোমার ছবিটা ।

ভুলে গেছি কেমন ছিল
দেখতে তোমার মুখ,
ভুলে গেছি সেদিনই
যেদি ভেঙেছ আমার বুক।

সুখ সুখ করে তুমি
ছুটেছ সুখের পিছে।
আমাকে ভুলে গিয়ে তুমি
আছ কি খুব সুখে ?

রচনা কালঃ  ১৯শে ফেব্রুয়ারী, ২০১১