Thursday, March 17, 2011

মাইক্রো কাব্য - ৬

কোন এক দুপুরে
---------------- রেদওয়ান রহমান


কোন এক ছুটির দিনে, মন ছিল না আমার মাঝে...
ক্লান্ত দুপুর বেলাতে হাঁটছিলাম আমি নিজের মনে।
শহর ছেড়ে গ্রামে ঢুকেছি, বুঝতে পারিনি কখন
পথ চলতে চলতে আমি পরিশ্রান্ত হয়েছি ভীষণ।

ক্লান্ত আমি বিশ্রাম নেই গাছের ছায়ায় বসে,
হঠাৎ দেখি কে যেন পাশে বসে আছে।
মুখ দেখে চমকে উঠি, মনে মনে ভাবি
"খুব চেনা এ মুখ, আমি অনেকদিন ধরে জানি"।

এ তো আমার বন্ধুর মুখ, মুখে সেই সরল হাসি...
মনে করতে পারি না আমি শেষবার কবে দেখেছি।
আমার প্রানের বন্ধু, তুই দূরে গিয়েছিস চলে...
ভুলে গেছিস আমরা দুজন ছিলাম একসাথে।

হঠাৎ জেগে উঠি, দেখি কেউ নেই পাশে,
নির্জন চারপাশ, একা আমি আছি বসে।
ভুলে যাইনি, বন্ধু, তোকে আজও মনে পড়ে...
হয়ত সব সময় না, কোন এক অলস দুপুরে।

[ রচনার সময়কালঃ ১০ই মার্চ, ২০১১]

No comments:

Post a Comment