Thursday, March 17, 2011

মাইক্রো কাব্য - ২

ভূত দেখা
------------ রেদওয়ান রহমান

ঘুমাচ্ছিলাম দুপুর বেলা
       হঠাৎ চারদিকে শোরগোল,
ঘুম ভেঙ্গে তাকিয়ে থাকি
       কিসের এত গণ্ডগোল।

চারদিকে চেঁচামেচি
       ছুটছে লোক সব
হঠাৎ করেই শুনতে পেলাম
       "ভূত...ভূত" রব।

তোমার কাছে ছুটে গেলাম
        শুনতে ভুতের কাহিনী
সব কিছু বুঝে গেলাম
        দেখে তোমার চাহনি।

যা দেখে ভূত ভেবেছ
       সেটি ভূত ছিল না
আয়নার সামনে দাড়িয়ে ছিলে
       মনে পড়ে না ?


[রচনা কালঃ ১৪ই ফেব্রুয়ারী, ২০১১]

this poem is not intended to insult anyone. It's for fun only. Trying to find resemblance with anyone is strongly discouraged . If you do, do it at your own risk.
---- Redwan

No comments:

Post a Comment