Saturday, October 15, 2011

মাইক্রো কাব্য - ১৩

তন্দ্রা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ
----------------------------

আমি আজ সারাদিন ঘুমাব,
কার কোন বাধা মানব না আমি।
বিছানা আমাকে কাছে ডাকছে
আমার দুচোখে ঘুম আসছে নামি।

আজ আমি স্বপ্ন দেখব
ঘুম ভাঙ্গিয়ও না আমার।
আমাকে স্বপ্ন দেখতে দাও
না পাওয়াকে কাছে পাওয়ার।

আমি জেগে উঠতে চাই
দুঃস্বপ্ন আমি আর দেখব না
না পাওয়াকে পাওয়ার লোভে
পাওয়াটুকু হারাব না।


না পাওয়াকে পাওয়ার জন্য
করিনি কোন কষ্ট।
পাওয়া আর না পাওয়ার হিসেবে
অযথাই সময় নষ্ট।

রেদওয়ান
১৫-১০-২০১১

No comments:

Post a Comment